ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেলেদের জালে বিশাল ২ কাতল, দাম কত?

আপডেট : ০৪ মে ২০২৫, ০৫:০৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ৩২ কেজি ও ২৫ কেজি ওজনের দুটি বড় আকারের কাতল মাছ ধরা পড়েছে। নিলামের মাধ্যমে ৯৫ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছ দুটি।

শনিবার (৪ মে) ভোররাতে আলেক চাঁন হালদারের জালে সাড়ে ৩২ কেজি ওজনের ও মোমিন হালদারের জালে ২৫ কেজি ওজনের  কাতল মাছ ধরা পড়ে।

মাছ দুটি রোববার (৪ মে) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে তোলা হয়। তখন সর্বোচ্চ দরদাতা হিসেবে সাড়ে ৩২ কেজির ওজনের মাছটি প্রতি কেজি এক হাজার ৬০০ টাকা দরে ৫২ হাজারে বিক্রি হয়। আর ২৫ কেজি ওজনের মাছটি দেড় হাজার টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। মাছ দুটো কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘বর্তমানে অধিকাংশ জেলের জালেই পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ দুটি ঢাকার দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।’

AA/AHA
আরও পড়ুন