গাজীপুরের টঙ্গীতে হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। তবে দ্রুত বেতন পরিশোধ না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
শনিবার (১৭ মে) সকাল থেকে দুই ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধের পর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক ছাড়েন তারা।
এর আগে, সকাল সোয়া ৯টার দিকে প্রায় ১৩ শত শ্রমিক মহাসড়কের দুই পাশে অবস্থান নেন। এতে ওই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে মালিকপক্ষ ‘দিচ্ছি-দিচ্ছি’ বলে তালবাহানা করে আসছিল। সর্বশেষ পাঁচ দিন ধরে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করলেও কোনো আশ্বাস পাননি। তারা জানান, কারখানার মালিক বিদেশে পালিয়ে গেছেন। ফলে বেতন পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শিল্প পুলিশ-২ এর অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, কারখানার মালিক বিদেশে চলে গেছেন। মালিকপক্ষের যারা দেশে আছেন, তাদের খুঁজে বের করে শ্রমিকদের পাওনা পরিশোধের চেষ্টা চলছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নিতে অনুরোধ করা হয়েছে। বর্তমানে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করছেন এবং সেখান থেকেই তাদের দাবির পক্ষে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি, প্রশাসন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
এদিকে অবরোধ প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পান।
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
ট্রেনের বগিতে মিললো ৪০ কেজি গাঁজা