ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টাঙ্গাইলে ত্রাণ নিতে এসে একজনের মৃত্যু 

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৬:০৯ পিএম

টাঙ্গাইলের বাসাইলে লাবিব গ্রুপের ত্রাণ নিতে এসে একজন নিহত ও চারজন আহত হয়েছে।  মঙ্গলবার (৩ মে) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ কেন্দ্রীয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়,  লাবিব গ্রুপের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ চলছিল। প্রচন্ড গরমে তাদের অনেকেই হিটস্টোকে আক্রান্ত হয়। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের স্ত্রী আমেনা বেগম মারা যান। এ ঘটনায় হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, মূলত গরমের কারণেই ত্রাণ নিতে আসা লোকজনদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজন মারা যায়। পরবর্তীতে গাছের ছায়ায় নিচে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়।

AA/FJ
আরও পড়ুন