ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফরিদপুরের নদীতে গোসলে নেমে  দুই কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:৩৩ পিএম

ফরিদপুরের পদ্মা নদীতে গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার পদ্মার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত্যুরা হলেন- রেজোয়েন রাব্বি তামিম (২১) ও আব্দুল্লাহ আল মামুন ওরফে মারুফ (২১)। তারা দুজনই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।

রেজোয়েন রাব্বি তামিম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্য আশুলাই গ্রামের শওকত হোসেনের ছেলে এবং আব্দুল্লাহ আল মারুফ নোয়াখালী জেলার সুধারাম থানার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেলের ছেলে।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টার দিকে রেজোয়ান রাব্বি তামিম ও আব্দুল্লাহ আল মারুফসহ কয়েকজন বন্ধুরা মিলে পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড়ের পালডাঙ্গি এলাকায় গোসলে নামেন। গোসলে নামার কিছুক্ষণ পরেই স্রোতের বাঁকে পড়ে তারা দুজন তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর সিঅ্যান্ডবিঘাট এলাকার রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

AA/AHA
আরও পড়ুন