ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমাণ্ডে

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:৩৯ পিএম

মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে শুনানি শেষে মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় সহিংসতার সময় গুলিতে দিনমজুর সজল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে বিপ্লবকে হাজির করে সজল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সজিব দে। এদিন ওই মামলায় তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনও করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম আর ফয়সাল বিপ্লবের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানউল্লাহ।

এদিকে মব এড়াতে সেনাবাহিনী ও পুলিশ কঠোর নিরাপত্তায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আদালতে আনা হয় তাকে। আর আদালতে তোলা হয় ৯টা ৫ মিনিটে। 

এরপরই তাকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এর কিছু পরেই আদালত এলাকায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভে অংশ নেয় অর্ধ সহ্রাধিক মানুষ। ছাত্র-জনতা ব্যানারে এই বিক্ষোভ থেকে শান্তিপূর্ণ মুন্সীগঞ্জে ৪ আগস্টের সহিংসতার জন্য তাকে দায়ী করা হয়। 

গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে গ্রেপ্তার হন সাবেক এই সংসদ সদস্য। পরে ২৩ জুন ঢাকার আদালতে তোলা হয়।

এর পর ৩০ জুন (সোমবার) মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতায় তিন জন নিহত হন। এই তিনটি হত্যা মামলা ও আরও দুইটি হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব।

AHA
আরও পড়ুন