ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এনসিপি টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে শহরের পৌরউদ্যানে এসে জমায়েত হয়। 

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে গিয়ে সড়ক অবরোধ করে। এতে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রায় ২০ মিনিট পর কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে অবরোধ তুলে নেয় তারা। এসময় টাঙ্গাইল জেলা ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Raj
আরও পড়ুন