গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি প্রতিপাদ্য শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় সোনারগাঁও উপজেলার পৌরসভাসহ ১০ ইউনিয়নে বৃক্ষ রোপন ও পরিস্কার- পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।
এ কর্মসূচির আওতায় সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান এ ইউনিয়নের আওতাভুক্ত সড়কের পাশে পরিত্যক্ত ভূমিতে নিম, শিমুল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করছেন এবং এখানের পরিত্যক্ত জলাশয় ডোবা, খাল সহ বিভিন্ন জলাশয়ের আগাছা পরিস্কার কারের কাজ অব্যাহত রাখছেন। তাছাড়া ফগার মেশিনের সাহায্যে ইউনিয়ন এলাকায় ওষুধের মাধ্যমে মশা-মাছি, কীট-পতঙ্গ নাশ করা হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় হাফেজ মো. মকবুল হোসেন বলেন, বিগত সময়ে সরকারি এমন উদ্যোগ আর দেখিনি। পরিত্যক্ত ভূমি ও রাস্তা পাশে বৃক্ষ রোপন করায় ভবিষ্যতে সবুজের বিপ্লব ঘটাতে পারে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান বলেন, ডিসি সাহেবের নির্দেশন গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি আওতায় পৃথকভাবে প্রায় ১০ কি. মি. রাস্তার পাশে বৃক্ষ রোপন করা হয়েছে এবং বিভিন্ন পরিত্যক্ত জমির আগাছা নির্মূল করাসহ ফগার মেশিনের সাহায্যে মশা মাছি কীটপতঙ্গ নাশ করতে ওষুধ দেওয়া হয়েছে। এ কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে।
