ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোপালগঞ্জে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০১:৩৯ পিএম
গোপালগঞ্জে রেললাইনের ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।
 

বুধবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার চেচানিয়া কান্দি এলাকায় রেললাইনের ওপর থেকে মরহেটি উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার এএসআই জহিরুল ইসলাম জানান, ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রেলেকাটা পড়লে মৃতের শরীরে যেমন আঘাতের চিহ্ন থাকার কথা, তেমনটি নেই। রাতের কোন এক সময় তাকে হত্যা করে মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

NJ/SN
আরও পড়ুন