ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আড়াইহাজারে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডাকাতি নিয়ে উদ্বেগ 

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাত হোসেন। এ সময় আলোচকেরা ঘনঘন ডাকাতির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নইমুদ্দিন, থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসিরউদ্দিন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা।

সভায় মাসুম বিল্লাহ তার বক্তব্যে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ও ঘনঘন ডাকাতির ঘটনার বিয়ে উদ্বেগ প্রকাশ করে ডাকাতি রোধে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। 

জবাবে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাত হোসেন বলেন, প্রয়োজনে ডাকাতি রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়েন জনগণকে সাথে নিয়ে প্রশাসন একযোগে কাজ করবে।

NJ
আরও পড়ুন