ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৩:৩২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। 

নিহত মান্নান কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে। তিনি সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য।

শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মান্নানের বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, আমার বোনের বিয়ে হয়েছে গোপালগঞ্জে। বাবা আমার বোনের বাড়ি থেকে গ্রামের বাড়ি কোটালীপাড়ার উদ্দেশ্যে ভ্যানেযোগে আসছিলেন। ভ্যানটি মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে তাড়াশী নামক স্থানে পৌঁছালে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। 

পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে ভোর রাতে মারা যান তিনি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

NJ
আরও পড়ুন