ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাদারীপুরে আওয়ামী লীগ নেতা শাজাহান মোল্লা গ্রেপ্তার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাজাহান মোল্লা পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামের মৃত মহসিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা হয়। উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ নামের বিএনপি কর্মীর দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান শাজাহান মোল্লা একটি মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার (৪ আগস্ট) সকালে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

NJ
আরও পড়ুন