সারাদেশের মতো গোপালগঞ্জেও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করছে জেলা প্রশাসন, বিএনপি ও জামাতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলায় জুলাই আন্দোলনে নিহত গোপালগঞ্জের ৭ জন শহীদের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয় এবং শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তারা এবং জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্তরা উপস্থিত ছিলেন।

এদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়েত নেতা অ্যাড. আজমল হোসেন সরদার ও অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।
এদিকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য পাচুড়িয়া এলাকা থেকে একটি বিজয় র্যালি বের করে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি। র্যালিটি জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

এছাড়া এদিন উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় শহরে একটি গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিলটি স্থানীয় আলিয়া মাদ্রাসার সামনে থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
