সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার দিনে আজ তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এখানকার সড়ক পরিস্থিতি অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। শহরের বিভিন্ন সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক, বাজার-দোকান খোলা এবং মানুষের উপস্থিতিও উল্লেখযোগ্য।
এদিকে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে প্রশাসন। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টহলও চলছে পুরো এলাকাজুড়ে।
টুঙ্গিপাড়ার সার্বিক পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান চোখে পড়ার মতো।
প্রশাসনের দাবি, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।
সাধারণ মানুষ বলছে, শান্ত পরিস্থিতিতে তারা স্বস্তিতে থাকলেও চারপাশে বাড়তি সতর্কতা অনুভূত হচ্ছে।
ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে শেখ হাসিনার রায় শুনছেন যারা