ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩ জন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে চলমান হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেমে থাকা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। এসময় আহত হন আরও ৩ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সিরাজদিখান স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
ঘুমধুম সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির শব্দ
হত্যা মামলায় সাবেক এমপি বাহার ও তার মেয়েসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট