ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনলাইন মিডিয়ায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রায়হান হাবিব। 
 
শুক্রবার (১৫ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
 
এ ঘটনাকে একটি স্বার্থান্বেষী কুচক্রি মহলের অপতৎপরতা বলে অভিহিত করে সংবাদ সম্মেলনে রায়হান হাবিব বলেন, গত ১৩ আগস্ট অনলাইন মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি যে, ২০১৯ সালের ২৬ জুলাই ঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের কমিটিতে উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে আমার ডাক নাম ইয়েন মুন্সী ব্যবহার করা হয়েছে, যে কমিটি সম্পর্কে কখনো অবগত ছিলাম না।
রায়হান হাবিব বলেন, আমার জাতীয় পরিচয়পত্র, স্কুল সার্টিফিকেট ও জন্ম সনদে আমার নাম রায়হান হাবিব। যদি আমি ওই ছাত্রলীগের কমিটির সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে আমার আসল নামই ব্যবহার হতো। কোনো রাজনৈতিক দলে যোগ দিতে হলে বায়োডাটা দিতে হয়। যারা আমার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তারা অনুগ্রহ করে আমার দাখিলকৃত বায়োডাটা দেখুন এবং সকল কে দেখান।
 
তিনি বলেন, আমার নামে চালানো মিথ্যাচারের জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি কখনো ছাত্রলীগ বা অন্য কোনো কমিটির সঙ্গে জড়িত ছিলাম না। বর্তমান পৌর ছাত্রদলের কমিটিই আমার একমাত্র রাজনৈতিক ঠিকানা। ইয়েন মুন্সী নামে আমার কোনো কাগজপত্র নেই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হয়ে থাকতে চাই। তাই আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। শেষে তিনি দেশপ্রেমের প্রতীকী স্লোগান উচ্চারণ করে বলেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ।’
NJ
আরও পড়ুন