ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মির্জাপুরে ছেলের মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন বাবা

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০১:৫৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবার মত্যু হয়েছে। পক্ষাঘাতে (স্ট্রোক) আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার ইমারত হোসেন তালেশ (৫৬)। তার মৃত্যুর খবর পেয়ে এক ঘন্টার ব্যবধানে মারা গেছেন বৃদ্ধ বাবা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু সাইদ দলু (৭০)। তারা মির্জাপুরের গোড়াই ইউনিয়নের খামারপাড়ার বাসিন্দা।

গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোড়াই এলাকার বাসিন্দা মো. বাবুল সিকদার জানান, বীর মুক্তিযোদ্ধা দলু বার্ধক্যজনিত অসুস্থতায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি ছিলেন। এরই মাঝে তার ছেলে তালেশ স্ট্রোকজনিত কারণে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছেলের মৃত্যুর সংবাদ শোনার এক ঘন্টার ব্যবধানে কুমুদিনী হাসপাতালে মারা যান তার বাবাও। একই দিনের স্বল্প ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাবুল সিকদার  বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু গোড়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত খন্দকার তারিকুল ইসলাম নয়ার বড় ভাই।

গতকাল রাতেই ঢাকা থেকে তালেশের মরদেহ বাড়িতে নেওয়া হয়। রাত ১১টার দিকে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বেলা ১১টায় গোড়াই জমিদারবাড়ি মাঠে তার বাবার নাজাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

বাবা-ছেলের মত্যুর ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ বিএনপির নেতৃবৃন্দ তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

NJ
আরও পড়ুন