জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রার্থী আবু মোর্শেদ মোল্লার নেতৃত্বে ও উদ্যোগে র্যালিটি ঢাকা বাইপাস (এশিয়ান) সড়কের স্থানীয় সাইদুল চৌধুরী মার্কেট থেকে ওই সড়কের বস্তল মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন- সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আবু মোর্শেদ মোল্লা, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল ভূঁইয়া, স্বপন ভূঁইয়া, তোবারক ভূঁইয়া, লিটন বেপারী, সামসুল ভূঁইয়া, শাহিন ভূঁইয়া, মোয়াজ্জেম মোল্ল, সাইফুল ভূঁইয়া, হাসিম, রাসেদ, জাকির হোসেন, মনির ভূঁইয়া, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফজাল ভূঁইয়া, সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ-সভাপতি দেওয়ান সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক শাহালম শিমুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক মো. আলামিন, ছাত্রদল নেতা, কাউসার, মাসুদ, হিমেল ও শরিফ প্রমুখ।
পথসভা সভা ওই সড়কের পাশে শতাধিক কৃষ্ণচূড়, শিমুলসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
