সোনারগাঁয়ে অগ্রণী সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কের বেহাল দশা

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের বেড়িবাঁধে নির্মিত সড়কটি বেহাল দশায় রয়েছে। সংস্কারের দায় কার, পানি উন্নয়ন বোর্ডের না জেলা পরিষদের এ নিয়ে জনমনে ধ্রুবজাল সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এক যুগেরও বেশি সময় আগে বেড়িবাঁধের ওপরে কাঁচা রাস্তাটি পাকা করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও আর কেউ এগিয়ে আসেনি এ সড়ক সংস্কারের জন্য। সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে সম্পূর্ণ ভগ্নদশায় পরিণত হয়েছে।

ভারগাঁও গ্রামের আলমগীর হোসেন বলেন, মানুষ ও যান চলাচলে বেড়িবাঁধের এ সড়ক অনেক গুরুত্ব বহন করে। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত শতশত যানবাহন চলাচল করে এবং ভিআইপি লোকজন, চাকরিজীবী, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। এখন যানবাহন তো দূরের কথা মানুষ চলাচলেরই অযোগ্য হয়ে পড়েছে এ সড়ক। 

কাজীপাড়া গ্রামের আমানউল্লাহ বলেন, প্রায় ৮ কিমি এ সড়ক ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া থেকে অপরপ্রান্ত রূপগঞ্জের গাউসিয়ায় একই মহাসড়কে সংযুক্ত হয়েছে। ওই মহাসড়কের জ্যাম এড়িয়ে যেতে অনেকে সুবিধার্থে বেড়িবাঁধ সড়কটি ব্যবহার করেন।

এখন স্থানীয় জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডের দোটানায় ভগ্নদশা এ সড়ক সংস্কার বা মেরামত করা হচ্ছে না। ফলে সড়কে যানবাহন চলাচল করতে পারছে না। মানুষ যাতায়াতেও ভোগান্তিতে পড়ছে। তাই অতি দ্রুত সড়কটি সংস্কার করার দাবি ভুক্তভোগী মানুষের।

NJ
আরও পড়ুন