ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরি করা গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ ডা. মো. মিজানুর রহমান।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে ৭১ চাইনিজ রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) আয়োজিত “ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
এ সময় ডা. মিজানুর রহমান বলেন, 'বাংলাদেশে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অথচ সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। গণমাধ্যম এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন নিউজপোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে পারলে ক্যান্সার প্রতিরোধ সহজ হবে।'
তিনি আরো বলেন, 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ক্যান্সারের সবচেয়ে বড় ঝুঁকি। এ বিষয়ে গণমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো জরুরি। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাদ্যগ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং নির্দিষ্ট বয়সে ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন দেশ-এর সভাপতি ওয়াহিদুজ্জামান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।
কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প