নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এক ইউপি সদস্য তাইজুল ইসলাম বেদন মেম্বার (৪৫) ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বেদন মেম্বার ব্রাহ্মন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলার বিনাইরচর এলাকার মৃত নাইম ভূঁইয়া ওরফে মাখন মেম্বারের ছেলে এবং জামাল আড়াইহাজার পৌরসভার ৮নং ওয়ার্ড শিবপুর এলাকার আউয়ালের পুত্র।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরুদ্দিন জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।
