বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়ন ৯নং নিউ টাউনে কৃষক দলের আয়োজনে ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে এক সভা শেষে এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে নিউ টাউন, বেপারী বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে একটি র্যালি করা হয়। র্যালিটি নিউ টাউন থেকে বেপারী ভিলায় গিয়ে শেষ হয়।
