শিবচরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৭:০৮ পিএম
মাদারীপুরের শিবচরে পৌর এলাকার বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে দখল করে রাখা ফুটপাতের দোকান, দোকানের অংশ বিশেষ উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অস্বাস্থকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশন করায় ৬টি দোকানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
 
জানা গেছে, শিবচর পৌরসভার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। দোকানের সামনে ফুটপাতে মালামাল রাখছেন তারা। এছাড়াও গাড়ি পার্কিং করে আটকে রাখা হয় ফুটপাত। ফলে জনসাধারণের চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
 
এসব অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। এ সময় দখল করে রাখা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি। অপসারণ করা হয় নানা সাইনবোর্ডও।
এছাড়াও বিভিন্ন রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশসহ খাবারের নিম্নমানসহ নানা অসঙ্গতি থাকায় ৬টি দোকানে জরিমানা করা হয়। অভিযানে শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছেন দোকানিরা। যা জনদুর্ভোগের সৃষ্টি করছে। আমরা ফুটপাতে থাকা এসব দোকানের অংশ বিশেষ উচ্ছেদ করেছি। পাশাপাশি ৬টি দোকানে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
NJ
আরও পড়ুন