নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ৪ বছর বয়সী শিশু জান্নাতেরও মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, ৪ বছর বয়সী জান্নাতের শ্বাসনালী দগ্ধ হয়েছিল এবং শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং নানী তাহেরা আক্তার (৫৫) মারা যান। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় শিশুটির বাবা হাসান গাজী (৪০) মারা যান।
চিকিৎসকরা জানান, হাসান গাজীর স্ত্রী সালমা (৩৫) ও শ্যালিকা আসমা (৩২) এখনো আইসিইউতে চিকিৎসাধীন। তাদের শরীরেরও ৪৮ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদে অবস্থা আশঙ্কাজনক।
