ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সালথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে। 
 
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বক্কার শেখকে (৪৩) আটক করেছে। 
 
নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী ফুরসা গ্রামে মৃত মোচন মোল্যার মেয়ে। তিনি ৩ মেয়ে ও এক ছেলের জননী। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে মর্জিনা ও বক্কারের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। একপর্যায়ে বক্কারকে ঘর থেকে বের করে দেয় স্ত্রী ও সন্তানরা। পরে ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির হাতল দিয়ে মর্জিনার মাথায় আঘাত করে স্বামী বক্কার। পরে এ সময় একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা। ঘটনাস্থলে পুলিশ এসে ঘাতক বক্কারকে আটক করে।
 
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বটির হাতল দিয়ে স্ত্রী মর্জিনাকে পিটিয়ে হত্যা করে স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই বক্কারকে আটক করা হয়। মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
NJ
আরও পড়ুন