ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সালথায় একজনকে কুপিয়ে জখম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

ফরিদপুরের সালথায় বাচ্চু মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে তার পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এ ছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত বাচ্চু বড়দিয়া এলাকার কাঠালবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী জানায়, মাদক কারবার নিয়ে বাচ্চু মাতুব্বরের সাথে স্থানীয় বাবলু মাতুব্বরের বিরোধ চলছিল। তারা দুজনেই মাদকসেবী ও ব্যবসায়ী। এই বিরোধের জেরে প্রায় ৩ মাস আগে বাবলুকে মারধর করে বাচ্চু। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাতে বাচ্চুর ওপরে হামণার ঘটনা ঘটে। ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বাচ্চুর ডান পায়ের ৫টি আঙুল বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও তার শীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পূর্ববিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বাচ্চু নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

JMR
আরও পড়ুন