কাপাসিয়ায় বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শোভাযাত্রা বের হয়ে কাপাসিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ও বিএনপি নেতা ফকির মো. মমতাজ উদ্দিন রেনুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপজেলা বিএনপির ১১ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সংলগ্ন সদর সড়কে এক সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, দেশের ক্রান্তিকালে বার বার বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে। এই দল সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসাবে দায়বদ্ধতা স্বীকার করে। বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে। একটি বিতর্কিত দল স্বাধীনতা সংগ্রামে নির্লজ্জ ভাবে বিরোধীতা করেছে। বর্তমানে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের বৃথা চেষ্টা করছে। তাদের সে আশা কখনো পুরন হবে না। 

JMR
আরও পড়ুন