নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাতা মাদক সম্রাট খ্যাত আরিফুর রহমান রবিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
জানা গেছে, সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাতা হওয়ার সুবাদে আড়াইহাজার উপজেলার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয় রবিন। তার শেল্টারেই ব্রাহ্মন্দী ইউনিয়নের ডাকাত সোহেল মেম্বারের নেতৃত্বে গড়ে উঠে আরো একটি মাদক ব্যবসার সিন্ডিকেট। সোহেল মেম্বারের নেতৃত্বে প্রকাশ্যে প্রতি সন্ধ্যার পর স্কুল মাঠে মাদকের হাট বসতো। কেউ বাঁধা দিলেই কপালে নেমে আসতো নির্যাতনের খর্গ। সেখানে মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুন, বাড়িঘর ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এছাড়া গত ১৫ বছর মামা শ্বশুর এমপি ও শ্বশুর আবু তালেব মোল্লা ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সুবাদে প্রভাব খাটিয়ে ফাউসার খাল এবং এর আশপাশের ফসলি জমির মাটি ড্রেজার দিয়ে কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে কোটিপতি বনে যায় রবিন। এভাবে এলাকার শতশত কৃষকের ফসলি জমির মাটি কেটে নিয়ে যায় এই আরিফুর রহমান রবিন ও তার সন্ত্রাসী বাহিনী।
গত বছরের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর এমপি নজরুল ইসলাম বাবুসহ তার সকল আত্মীয় স্বজন গা ঢাকা দেয়।
এদিকে ১৭ বছরের অত্যাচার-নির্যাতনের শিকার ও অতিষ্ট জনগণ তাদের প্রত্যেকের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে এ পরিবারের প্রতি নিরীহ মানুষের দীর্ঘ ১৭ বছরের পুঞ্জীভূত ঘৃণা, ক্ষোভ ও আক্রোশের চরম বহিঃপ্রকাশ ঘটে।
দেশের পট পরিবর্তনের পর তার নামে আড়াইহজার থানায় এবং আদালতে হত্যা, ভাংচুরসহ একাধিক মামলা হয়। দীর্ঘ এক বছর পলাতক থাকার পর গতকাল রাতে থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রবিনকে গ্রেপ্তারের বিষয়টি নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চাঁদপুরে কবর দেওয়ার সময় নড়ে উঠলো নবজাতক