ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিবচর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

মাদারীপুরের শিবচরে দীর্ঘ নয় বছর পর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে শাহাদাত হোসেন খান ওরফে শাহাদাত কমিশনার এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল রানা। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নাদিরা মিঠু, জহের গোমস্তা, শাজাহান মোল্লা, মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু।

কমিটির অন্য সদস্যরা হলেন—নুর উদ্দিন মোল্লা, আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী, মাহবুব মাদবর ওরফে শহীদ চেয়ারম্যান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাকাউল করিম খান ওরফে বাকা খা, মোহাম্মদ ইথু চৌধুরী, শামীম চৌধুরী ও হান্নান মিয়া।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন শিবচরে সাংগঠনিক কাঠামো না থাকায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। নতুন নেতৃত্ব ঘোষণার ফলে তৃণমূলে বিএনপির কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

JMR
আরও পড়ুন