ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গজারিয়ায় ৩০ মামলার আসামি নৌ-ডাকাত অস্ত্রসহ আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের উপর সশস্ত্র হামলা, মেঘনা নদীতে ডাকাতি ও চাঁদাবাজ চক্রের সদস্য ৩০ মামলার আসামি আবু কালামকে (৩৫) আটক করেছে র‌্যাব-১১।

এ সময় তার হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

গত রোববার মধ্য রাতে চাঁদপুরেরর মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকা থেকে র‌্যাব-১১ এর আভিযানিক দল তাকে আটক করে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ ঘটনার বিস্তারিত জানায় র‌্যাব।

সংবাদ সম্মেলন ও গজারিয়া থানার মামলাা সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার জামালপুর এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও সশস্ত্র হামলার ঘটনায় জড়িত আবু কালামকে আটক করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টায় গজারিয়া থানা ও গুয়াগাছিয়ার জামালপুরের অস্থায়ী ক্যাম্পের পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে একটি অভিযান পরিচালনার জন্য রওনা করেন।

অভিযানে স্পিডবোড যোগে গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের অর্ন্তগত জামালপুর এলাকার মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পৌঁছামাত্র পুলিশ সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে নয়ন-পিয়াস এবং গ্রেপ্তারকৃত আসামি কালামের অংশগ্রহণে আনুমানিক ৪০-৫০ জন ডাকাত সদস্য ৪-৫টি হাইস্পিডি ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং চর্তুদিক হতে গুলি বর্ষণ করে।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এ সময় ডাকাত দল শতাধিক রাউন্ড গুলি বর্ষণ ও ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের বাধার মুখে পতিত হয়ে ডাকাত সদস্যরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে উল্লিখিত বাহিনীর সদস্যরা।

এছাড়া গত এক বছরে নদীতে কয়েক দফা গোলাগুলিতে স্থানীয় কয়েকজন তাদের হাতে খুন হন। তাদের ভয়ে এলাকার শতাধিক পরিবার গ্রাম ছাড়া হয়েছিল।

এর প্রেক্ষিতে র‍্যাব-১১ সদর কোম্পানী নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত রোববার মধ্যরাতে অভিযান পরিচালনা পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত, নয়ন-পিয়াসের আপন খালাত ভাই ৩০ মামলার আসামি আবু কালামকে আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, আটক আসামিকে থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

NJ
আরও পড়ুন