ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাটির ঘর ধসে বৃদ্ধের মৃত্যু, ২ দিন পর মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে মাটির ঘর ধসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, গত রোববার গভীর রাতে টানা বৃষ্টিতে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত তমিজ উদ্দিন দেওয়ান কাশিমপুর থানার গোবিন্দবাড়ী এলাকার মৃত নব্রেস আলী দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানান, স্ত্রী ও ২ ছেলে অন্যত্র বসবাস করায় তিনি দীর্ঘদিন ধরে পৈতৃক ভিটায় তৈরি পুরোনো মাটির ঘরে একাই থাকতেন। ভারী বৃষ্টির কারণে ঘরের দেয়াল দুর্বল হয়ে ধসে পড়লে তিনি মাটিচাপা পড়ে মারা যান।

আজ সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী ধসে পড়া ঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে তারা ঘরের ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, জরাজীর্ণ ঘর ও টানা বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খবর সংযোগ কে জানান, একটি পরিত্যক্ত বাড়ির মাটির ঘর ভেঙে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

NJ
আরও পড়ুন