দিনে ১০ টাকা পৌরকর দিয়ে যাত্রীপ্রতি ১০ টাকা ভাড়া বাড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন রুটের অটোরিকশা চালকেরা। এ নিয়ে প্রায়শই যাত্রীদের সাথে অটোচালকদের ঝগড়া-বিবাদ এমনকি হাতাহাতির মতো ঘটনা ঘটছে।
ফলে ১০ টাকা পৌরকরের বিনিময়ে একজন অটোচালকের প্রতিদিন বাড়তি আয় হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। পক্ষান্তরে যাত্রীরা পড়ছে বাড়তি ভাড়ার যাতাকলে।
আড়াইহাজার টু গোপালদী, আড়াইহাজার টু বিশনন্দী, আড়াইহাজার টু জাঙ্গালিয়া, আড়াইহাজার টু গাউছিয়া, আড়াইহাজার টু প্রভাকরদী এসব রোডে যাত্রী ভাড়া ২০ টাকা করে নির্ধারিত। একটি অটোরিকশাতে চালক ছাড়া ৫ জন করে যাত্রী বহন করা হয়ে থাকে।
৫ জন যাত্রীর এক ট্রিপে ভাড়া আসে ১০০ টাকা। কিন্তু ১০ টাকা পৌরকর দেওয়ার অজুহাত দেখিয়ে অটোচালকরা জনপ্রতি ১০ টাকা করে বাড়িয়ে ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। এ নিয়ে প্রায়শই যাত্রীদের সাথে অটোচালকদের ঝগড়া ও হাতাহাতি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তাছাড়া আড়াইহাজার টু কালিবাড়ীর ভাড়া ২০ টাকা, আড়াইহাজার টু তিলচন্দীর ভাড়া ২০ টাকা। সামান্য বৃষ্টি হলে বা সন্ধ্যার একটু পর অন্ধকার নেমে আসলেই এসব রোডের অটোচালকরা ভাড়ার ১০ টাকা বাড়িয়ে দেন। নির্ধারিত ভাড়ায় অটোচালকরা গন্তব্যে যেতে চায় না।
এ ব্যাপারে কথা বলার জন্য পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের বদলিজনিত কারণে কথা বলা সম্ভব হয়নি।
প্লাস্টিকের প্রভাবে হারিয়ে যাচ্ছে বাঁশ, বেত ও মোতরা শিল্প