মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘ সময় তিনি পলাতক ছিলেন।
আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
