ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মির্জাপুরে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ শোভাযাত্রা মির্জাপুর উপজেলা সদরসহ ১৪ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখা ও এর সহযোগি সংগঠন এ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। এর আগে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বংশাই রোডে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা প্রিন্সিপাল আব্দুল্লাহ তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মির্জাপুর উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারী মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা, সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম শাজাহান, মো. সানাউল ইসলাম, যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রনি ও উপজেলা পেশাজীব পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইসলামইল হোসেন প্রমুখ।

NJ
আরও পড়ুন