ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফরিদপুরের দুই উপজেলার সীমান্তবর্তী নৌকা বাইচ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী কুমার নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কান্দি যুব সমাজ কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা হয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে সংশ্লিষ্ট দুটি উপজেলার পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকজন দূর-দুর্দান্ত থেকে উপভোগ করতে আসেন।

সরেজমিনে দেখা যায়, মুনসুরাবাদ ও কান্দি এলাকার হাইওয়ে সড়কের ব্রিজে কালের গর্ভে অধুনা বিলুপ্তির পথে প্রায় শত শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে উপচে পড়া ভিড়।

বিকেল ৪টা থেকে শুরু হয়ে সোয়া ৫টা পর্যন্ত ১৫টি বাচারি নৌকা কয়েক দফায় বাইচ প্রতিযোগিতা করে দর্শকদের মনমুগ্ধ করেন।

নৌকা বাইচ উপলক্ষে সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে গত ২ দিন ধরে মাইকিং করে নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে- এমন খবরে নদী এলাকায় বিভিন্ন ধরনের মাটির খেলনার পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারের দোকান এবং বিভিন্ন বিনোদনের পসরা সাজান অস্থায়ী ছোটবড় দোকান মালিকেরা।

নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের বাকি তালুকদার গোষ্ঠীর পক্ষ থেকে গত কয়েক বছর ধরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিনোদন নৌকা বাইচ সাধারণ জনগণের মধ্যে বিনোদন সৃষ্টি করছে। ভাঙ্গা বাজারের ব্যবসায়ী রেজাউল তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয় অর্জনকারী ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুড়া গ্রামের কাওসার আকনের ১০০ হাত লম্বা বাচারি নৌকা প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ উপহার এবং অংশগ্রহণকারী অন্যান্যদের মধ্যে সান্তনা পুরস্কার বিতরণ করেন দক্ষিণ কান্দি যুব সমাজ নৌকা বাইচের আয়োজক কমিটি।

বিজয় অর্জনকারী কাওসার আকন বলেন, প্রথম পুরস্কার পেয়েছি এটা আনন্দ লাগছে। দিনদিন গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে নৌকা বাইচ একটি বিনোদন। এটাকে ধরে রাখার আহ্বান জানান তিনি।

NJ
আরও পড়ুন