অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছেন নিষিদ্ধঘোষিত তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মিথুন ঢালী।
শনিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে এই হুমকি দেন মিথুন ঢালী। এ ঘটনায় জাজিরা থানার ওসি নিজেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন মিথুন ঢালী।
এরপর ২৯ সেপ্টেম্বর এক বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে এলাকায় গোপন মহড়ার আয়োজন করা হয়। পুলিশের অভিযানে মিথুন ঢালী কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান করছিলেন। অভিযানকালে আওয়ামী পরিচয়ধারীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম জানান, ২৯ সেপ্টেম্বরের ওই আয়োজনের সময় তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমরা অভিযান চালালে হামলার চেষ্টা করে। এর জেরে দায়ের করা মামলায় মিথুন ঢালী এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
তিনি আরও বলেন, হুমকি দিয়ে তারা আমাদের মনোবল ভাঙতে পারবে না। আমরা বিচলিত নই। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হুমকির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন মিথুন ঢালী। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের ওপর হামলা পরিকল্পনার প্রমাণ মেলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মিথুন ঢালী বর্তমানে পলাতক এবং বিদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ
জাতিসংঘে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
বাংলাদেশের প্রতি ফিলিস্তিন দূতাবাসের কৃতজ্ঞতা প্রকাশ