রংপুরে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

রংপুরের পীরগাছা উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহিবুল ইসলাম। তাদের ১৫ ডিসেম্বর রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পীরগাছা উপজেলার যাদুর লস্কর এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকতার হোসেন (৫৩), পীরগাছা সদরের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল ইসলাম (৪৩), ৩নং ইটাকুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ (৪৮) উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য সাজ্জাদুর রহমান (৩২)। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

AHA