প্রয়াত রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক (ডা.) একিউএম বদরুদ্দোজা চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরম বন্ধু ছিলেন বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল মান্নান।
রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিতপুর দয়াহাটা পারিবারিক কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
মেজর মান্নান বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডা. বি. চৌধুরীকে অত্যন্ত বিশ্বাস করতেন। চট্টগ্রামে শাহাদাৎবরণের দিনও তিনি তার একমাত্র বিশ্বস্ত সঙ্গী হিসেবে ডা. বি. চৌধুরীকে সাথে নিয়েছিলেন।
তিনি আরও বলেন, ডা. বি. চৌধুরী ছিলেন একজন মানবিক, উদারমনা ও আদর্শবান রাজনীতিক। তিনি দেশ ও জাতির জন্য আজীবন কাজ করে গেছেন।
এ সময় বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা, হাজী মহসিন চৌধুরী, ওয়াসিমুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন