ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিরব (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
 
নিহত নিরব ওই এলাকার নাজমুলের ছেলে ও স্থানীয় কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। 
 
সোমবার (৬ অক্টোবর) দুপুরে আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের টোটারবাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, আজ দুপুরে বাড়ির পাশেই ওয়াসার লাইনের উপর নিরব ফুটবল খেলতে যায়। খেলার সময় বৃষ্টি আরম্ভ হইলে সে দৌঁড়ে বাড়িতে আসার সময় বাড়ির পাশেই রাস্তায় বজ্রপাতে সে আহত হয়।
 
পরে আহত অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।
 
NJ
আরও পড়ুন