ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টাঙ্গাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাদের জীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজের সম্পদ। তাই তাদের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রবীণ হিতৈষী সংঘের নেতারা উপস্থিত ছিলেন। 

NJ
আরও পড়ুন