ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পিএম

"আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"-এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কন্যাশিশুদের অধিকার সুরক্ষা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) শাহিনা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও শাহিনা আক্তার বলেন, বর্তমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক সচেতন ও সাহসী। তারাই অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে। এটাই আমাদের সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। দেশ গঠনে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন আগামী দিনে কন্যাশিশুরা মেধা দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাজকে আলোকিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সামজসেবা কর্মকর্তা সুমন মধু, মৎস কর্মকর্তা সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা আক্তার, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলাম প্রমুখ।

NJ
আরও পড়ুন