"আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"-এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কন্যাশিশুদের অধিকার সুরক্ষা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) শাহিনা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও শাহিনা আক্তার বলেন, বর্তমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক সচেতন ও সাহসী। তারাই অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে। এটাই আমাদের সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। দেশ গঠনে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন আগামী দিনে কন্যাশিশুরা মেধা দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাজকে আলোকিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সামজসেবা কর্মকর্তা সুমন মধু, মৎস কর্মকর্তা সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা আক্তার, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলাম প্রমুখ।
সিংড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন