ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৩৬ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ শামীম মৃধা ৩৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন। তিনি সিটি ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬৭ অর্জন করেছেন।

শামীম মৃধা একজন হাফেজে কোরআন। তার জীবনের অনেক সময় কেটেছে পরিবার ও ভাই-বোনদের জন্য সংগ্রাম করে। বাবার মৃত্যুর পর ছোট ভাই-বোনদের ভরণ-পোষণ ও শিক্ষার দায়িত্ব নেন। ফলে নিজের পড়াশোনা পিছিয়ে যায়। বাবার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আবারও কলম ধরেন শামীম।

তিনি বলেন, আব্বা বেঁচে থাকলে আজ সবচেয়ে খুশি হতেন। তার স্বপ্ন ছিল আমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবো, মানুষের সেবা করবো। সেই স্বপ্নই আমাকে পড়াশোনায় ফেরায়।

শামীম জানান, ইউপি নির্বাচনে অংশ নেওয়ার আগে জানতে পারেন প্রার্থী হতে হলে কমপক্ষে এসএসসি পাশ থাকতে হবে। সে কারণে ২০২৩ সালে এসএসসি পাশ করেন এবং এবার এইচএসসি পাস করে আরও এক ধাপ এগিয়েছেন। ভবিষ্যতে তিনি ডিগ্রিতে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তার এ সাফল্যে স্থানীয়রা প্রশংসা করছেন। 

মাওনা উত্তরপাড়া সামাদনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম লিখেছেন, রাজনীতির পাশাপাশি নিজেকে গড়ার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন শামীম। হাফেজ হয়েও আধুনিক শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করে।

এক স্থানীয় বাসিন্দা ওসমান গণী বলেন, শামীম একজন সফল মেম্বার। তিনি মানুষের জন্য দিন-রাত পরিশ্রম করেন। আমরা চাই, আগামীবারও তিনি মেম্বার হিসেবে নির্বাচিত হোন। শিক্ষা যে বয়সের কাছে হার মানে না, তা প্রমাণ করেছেন হাফেজ শামীম মৃধা। তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন, বরং সমাজের জন্য এক অনুপ্রেরণার আলোকবর্তিকা।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছর ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির ফল প্রকাশ করেন।

NJ
আরও পড়ুন