ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভাঙ্গায় এবার ১ টাকায় গরুর মাংস দেবেন সেই এমপি প্রার্থী

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল ১০ টাকায় ইলিশ মাছ বিতরণ ঘোষণার পর এবার ১ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর এক টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ জন অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে তিনি গরুর মাংস বিতরণ করবেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর তার নির্বাচনি এলাকা সদরপুর উপজেলায় ইলিশ মাছ বিতরণ করতে গিয়ে উদ্ভট পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই পুনরায় গরুর মাংস বিতরণ ঘোষণা করেন মাওলানা রায়হান জামিল।

গরুর মাংস এক টাকা কেজিতে বিতরণ উপলক্ষ্যে গরুর ছবি সংবলিত মাংস বিতরণের ব্যানার-ফেস্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

পোস্টারে বলা হয়েছে, রায়হান জামিলের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে গরুর মাংস। তবে ভাঙ্গা উপজেলার কোন জায়গায় গরুর মাংস তিনি বিতরণ করতে যাচ্ছেন, তা উল্লেখ না করলেও ১০০ জনকে টোকনের মাধ্যমে বিতরণ করা হবে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

রায়হান জামিল সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর তিনি ভাঙ্গা উপজেলায় গরুর মাংস বিতরণ করবেন। অসহায়-দরিদ্র ১০০ পরিবারকে মাংস দেওয়া হবে। তালিকা তৈরির পর টোকেনও পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর সদরপুরে ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণার পর সরবরাহের চেয়ে কয়েকগুণ বেশি মানুষ সেখানে উপস্থিত হন। এ সময় উদ্ভট পরিস্থিতির সৃষ্ট হওয়ায় জনতার তোপের মুখে রায়হান জামিলসহ তার কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

NJ
আরও পড়ুন