ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম
 
কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা বাস্তবায়নের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে শতাধিক যানবাহনসহ যাত্রীরা। 
 
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ সময় প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 
আন্দোলনে ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ ছাত্র-জনতারা উপস্থিত ছিলেন। এ সময় আন্দোলনকারীরা ভৈরব জেলা বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার দেন।
 
NJ
আরও পড়ুন