ফরিদপুরের সদরে সোয়েব শেখ (৪০) ও আইয়ূব শেখ (৪৫) নামের দুই কৃষককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর মাধবদিয়ার আরশাদ মুন্সীর ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোয়েব শেখ ও আইয়ূব শেখ আরশাদ মুন্সীর ডাঙ্গী এলাকার সোবহান শেখের ছেলে।
আহতদের পরিবার জানায়, আজ সকালে ফসলি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান তারা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের রড, শাপোল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম