নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাবিয়া আক্তার (৩১) নামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দূর্গম চরাঞ্চলে এ ঘটনা ঘটে। বুধবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধারালো চাপাতিসহ নানা ধরনের অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত ওই গৃহবধুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী রাবিয়া মেঘনাবেষ্টিত দূর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের নাগর আলীর মেয়ে। তার স্বামী একজন প্রবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, একজনের বাড়ির সীমানার ভেতরে অন্যজনের গাছের পাতা পড়ার ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার বিকেলে রাবিয়া ও প্রতিবেশী জসিমের পরিবারের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার জেরে প্রতিবেশী জসিম, তার স্ত্রী হাসনা আক্তার এবং শ্বশুর গণিমিয়া আজ সকালে রাবিয়ার ঘরে ধারালো দা-চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে রাবিয়ার মাথায়, পিঠে এবং বাহুতে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে চলে যায়। পরে রাবিয়াকে মুমূর্ষূ অবস্থায় তার পিতার পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন।
সেখান থেকে জরুরী চিকিৎসা শেষে তাকে পুনরায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাঙন ঝুঁকিতে মধুমতি নদী পাড়ের কয়েক লাখ মানুষ