গাজীপুরের কাপাসিয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার লক্ষ্যে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কাপাসিয়া বাসস্ট্যান্ড বাদার্স ইউনিটি।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সংগঠনের উদ্যোগে কাপাসিয়ার তাজউদ্দীন আহমদ চত্বর, ডাকবাংলো মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ঝাড়ু, ডাস্টবিন ও অন্যান্য পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে রাস্তাঘাট, ফুটপাত, ড্রেন ও আশপাশের এলাকা পরিস্কার করেন।
সংগঠনের সভাপতি মাসুদ ব্যাপারী বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি সুস্থ সমাজের পূর্বশর্ত। নিজেদের এলাকা নিজেরাই পরিষ্কার রাখতে হবে—এই বার্তাই আমরা দিতে চাই।

এ সময় সাধারণ সম্পাদক পাভেল হোসেন পাপ্পু বলেন, আমরা দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। সংগঠনের মাধ্যমে আমরা রক্তদান, অসহায়দের সহযোগিতা ও বিভিন্ন মানবিক উদ্যোগও বাস্তবায়ন করে থাকি।
অভিযান চলাকালে সংগঠনের নেতারা পথচারী ও স্থানীয় দোকানিদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং সবাইকে ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত হলে কাপাসিয়া আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।
