ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম

গাজীপুরের জয়দেবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জাংশনের অদূরে এ ঘটনা ঘটে। ট্রেনটি কয়েকশত যাত্রী নিয়ে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জাংশনের কাছে পৌঁছলে হঠাৎ যাত্রীবাহী দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে যায়। খবর পেয়ে ট্রেনের বগি উদ্ধারে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল  ৪টা) বগি উদ্ধার সম্ভব হয়নি।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আলী বলেন, ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। এখনো কোনো শিডিউল বিপর্যয় হয়নি। শুক্রবার থাকায় বিকেল সড়ে ৪টা পর্যন্ত এই লাইনে ট্রেন নেই। দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হবে।

LH
আরও পড়ুন