ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে বিএনপিতে যোগ দিলো ২ শতাধিক আদিবাসী

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
গাজীপুর সদর উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন ২ শতাধিক কোচ আদিবাসী পরিবার।
 
সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নৌলাপাড়ার জেসন গেইট এলাকায় এ উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে তাদের বরণ করেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী। সঞ্চালনা করেন বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রূপচান বর্মন ও ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমেদ আমির।
বিশেষ অতিথি ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।
 
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মুজিবুর রহমান, মিজানুর রহমান ফকির, শহিদুল্লাহ কাজী, নুরুল আমিন মাস্টার, শেখ তোফাজ্জল হোসেন, গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মকুল মিয়া, সদস‍্য সচিব জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রদল নেতা ফখরুল ইসলাম প্রধান, অবিনেষ চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র বর্মন, সুভাস চন্দ্র বর্মন ও দিপক কোচ।
 
প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, স্বাধীনতার পর থেকে ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর আওয়ামী ফ্যাসিবাদরাই নির্যাতন করেছে। বিএনপি এমন একটি দল যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই থাকতে পারে। আগামী সরকার যদি বিএনপি গঠন করে, সেটিই হবে আদিবাসীসহ সকলের নিরাপদ আশ্রয়।
 
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর উপর অন্যায় উচ্ছেদ বন্ধ করতে হবে। জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এলে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
NJ
আরও পড়ুন