আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে মাদারীপুর-১ আসনে (শিবচর) মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লা।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০০৮ সাল থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
এদিকে মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লা। গতকাল রাতে নিজ বাড়িতে তিনি সমর্থকদের সাথে মতবিনিময় করেন। এ সময় আনন্দ মিছিল, ফুল দেওয়া, মিষ্টি বিতরণ না করে সমর্থকদের সংযত হওয়ার অনুরোধ জানান। পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়ার আয়োজন করেন তিনি।
কামাল জামান মোল্লা বলেন, আমাদের আনন্দ মিছিল-মিষ্টি বিতরণের উল্লাস করা যাবে না। সরাসরি ভোটারদের দ্বারে যেতে হবে। নির্বাচনে বিজয়ী হতে পারলে আমরা আনন্দ মিছিল করবো। এর আগে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিবচরে সকল মানুষকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
১১৩ আসনে বিএনপির প্রার্থী বদল