ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভিমরুলের কামড়ে মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে ভিমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মেয়েকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় ভিমরুলের অন্তত ১৫টি কামড়ে তার মা সুমনা বেগম আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 
 
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের এক তলা বাড়ির ছাদে কবুতরের বাসা ছিল। ওই কবুতরের বাসার সাথে ভিমরুলের বাসা বাধেঁ। নুসরাত ছাদে উঠে একটি গাছের ডাল ধরে টান দিলে তাকে ভিমরুলের দল চাক থেকে বের হয়ে ৫০-৬০টি কামড় দেয়।
এ সময় চিৎকার শুনে নুসরাতের মা তাকে উদ্ধার করতে গেলে ভিমরুল নুসরাতের মাকেও ১৫টির মতো কামড় দেয়। পরে আহত ২ জনকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়। 
 
বিষয়টি নিশ্চিত করে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ভিমরুলের কামড়ে আহত চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিনগত রাত ১০টার দিকে নুসরাতের মৃত্যু হয়। নিহত নুসরাতের মা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নুসরাত ৩ ভাইবোনের মধ্যে মেজো ছিল।
NJ
আরও পড়ুন